banner

Monday 2 October 2017

প্রতীক্ষা

তার প্রেম আমাকেও শিখিয়েছে প্রতীক্ষা 
আমিও শিখে গেছি অভিনয় ভালো থাকার
মিথ্যে করে তার  ভালবাসি বলা থেকে 
আরও কত কী যে শিখতে হল 
শুধু তাকে ভালোবাসি দেখে। 

মিথ্যেবাদী রাত কেমন উপহাস করে দেখ!
আমি না হয় ঘুমের প্রয়োজনে ঘুমাই 
বেঁচে থাকার প্রয়োজনে বেঁচে থাকি 
তবু সে রাতের স্বপ্ন ফিরিয়ে দিয়েছি জোসনায় 
মিছে কেন বাসনা পুষে রাখি! 
আমি আরও শিখব কত কিছু,
কত কী শেখার বাকী। 

নক্ষত্রের জীবন প্রতীক্ষায়ই কাটে
জ্বলে পোড়ার, পুড়ে নিভে যাওয়ার 
কিন্তু, কীসের এত প্রতীক্ষা আমার? 
ভালোবাসা না জানা কারো থেকে 
ভালোবাসা শিখে নেওয়ার! 

No comments:

Post a Comment