banner

Monday 27 April 2015

ভুমিকম্পে আহত, নিহত এবং সমস্ত ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা


আমার একটি গভীর পর্যবেক্ষণ হল মানুষের সব চেয়ে প্রিয় জিনিস হচ্ছে জমি বা ভুমি। আমাদের দেশে জমি দখল এর জন্য প্রতি বছর অনেক মারপিট হয়। এই প্রিয় ভূমি দখল এর জন্য বাঙালিরা বছরের পর বছর গ্রামে গ্রামে লড়াই চালিয়ে অনেকেই প্রাণ হারান। এ থেকে প্রমাণ হয় অনেকের কাছেই নিজের জীবনের চেয়ে ভূমির মুল্য বেশি। টাকার অঙ্কেও এটা আসলেই হীরার চেয়ে দামী। এতই দামী যে সামান্য কয়েক ইঞ্চি জমি দখলের জন্য সারাজীবন প্রতিবেশীদের সাথে ঝগড়া করা যায়। এটা যে শুধু ব্যক্তি মানুষের ক্ষেত্রে সত্যি তাই নয় সামগ্রিকভাবেই সত্য। এজন্যেই ভারত এত বড় দেশ হওয়া সত্বেও আমাদের ছিটমহলগুলো চির দখল করে রেখেছে, তারকাটা দিয়ে কঠিন সীমানা প্রাচীর বানিয়ে রেখেছে। এটা অস্বাভাবিক কিছুই না। মানুষের দখলের এই কারণ হল শক্তি, যার শক্তি থাকবে সে দখল দিবে।এটাই সারা পৃথিবীতে মানুষের বেঁধে দেওয়া নিয়ম।
কিন্তু প্রকৃতির নিয়মে সবই প্রকৃতির, এবং তাতে প্রকৃতির সবার অধিকার থাকার কথা। আমরা মানুষরা অতি স্বার্থপর বলেই এতো, কাড়াকাড়ি এতো ভাগাভাগি। মানুষ যদি মানুষ হত তবে সারা পৃথিবীটাই এক দেশ হত; সমস্ত পৃথিবীটাই হত একটি আবাসস্থল। স্বাভাবিক অবস্থায় আমরা এই সত্যটা মেনে নিতে পারব না। কারণ দখল করার এই শক্তিকে অগ্রাহ্য করা যায় না। কিন্তু প্রকৃতি তো আমাদের থেকে অনেক শক্তিশালি। সে মাঝে মাঝেই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ দিয়ে প্রমাণ করে দেয় আমরা এই পৃথিবীর মালিক নই। হ্যা, এই পৃথিবীতে কারো কোন অধিকার নেই, অথবা সবারই রয়েছে অধিকার। আচ্ছা, মানুষের কি ভেবে দেখা উচিৎ না যে সে জন্মের সময় কিছুই নিয়ে আসে নি? আবার মৃত্যুর পরেও কি কিছু নিয়ে যেতে পারবে? তবে সে সম্পদের মালিক কিভাবে হল?

নেপালে ভুমিকম্পে আহত, নিহত এবং সমস্ত ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা। 

No comments:

Post a Comment