banner

Saturday 25 April 2015

অভিমানী


অভিনয় করেছ যদিও তবুও রব চির ঋণী
ভালবাসা হই নি তবুও হয়েছি তো অভিমানী।
অনুরাগে ডাক নি কাছে, অনুরোধে কর নি ইশারা
তবু থাকো তুমি বহুদূরে থাকো চির অধঃরা।
কিছুই পাব না জানি, হবে না আমার জানি-
হই নি আপন, তবুও হয়েছি তো অভিমানী।

তবুও তো সব ভালবাসা দিয়েছি তোমায়
যদিও বা বুঝেও তুমি তার বোঝ নি কিছুই
তবুও সে ভালবাসা যায় নি  যেন বৃথাই
ভালবাসা না পাই, ঘৃনায়তো হৃদয়ে পেয়েছি ঠাই।
র’ব সে ঘৃনায় তবুও র’ব চির ঋণী
ভালবাসা হই নি তবুও হয়েছি তো অভিমানী।

তুমি তো সেই আমার তুমি এখনো যে তেমনি
তোমার দেয়া অবহেলায় হয়ে গেছি অভিমানী
তবু তো সে অবহেলা তোমারই যে উপহার
হাজার বছর সইব আরও তোমার দেওয়া ব্যাথা-ভার।
র’ব সে ব্যাথায় তবুও র’ব চির ঋণী   
ভালবাসা হই নি তবুও হয়েছি তো অভিমানী।
 25 April, 2015 @S.M. Hall, DU. 

No comments:

Post a Comment