banner

Wednesday 22 April 2015

কাঁদো নদী কাঁদো



বুকের মাঝে ঘোলা জল নদী হয়ে আসমুদ্র সাঁৎরায়
পিপাসার্থ পথিকের কাছে  আসি অবিরাম-
এ নদী জল ফুরায় না, পিপাসা ফুরিয়ে যায়।

না, এ নদী বহুকাল ধরে শুকায় না
শুধু সে চলে গেছে বহু দূরের নগরী,
অন্য কাউকে ভালবেসেছে সে
যার সমুদ্রে ভেসে চলে প্রমোদ তরী।
নোনা জল বুকে নিয়ে তবু নদীরা কাঁদে
কাঁদো নদী কাঁদো-   
পৃথিবীর সব নদী আজ জলে থই থই
শুধু তুমি কাঁদ না, তোমার চোখে জল নেই।

No comments:

Post a Comment