banner

Monday, 13 March 2017

রুপালি রাত

রুপালি রাতের চাঁদ শুধু সেই পারে হতে
হাজার তারার রুপ শুষে নিয়ে
জেগে থাকা একাকী রাতে
ইশারাতে প্রেম যেন 
আরো কিছু বিষ ঢালে 
পিপাসার পেয়ালাতে, নিজ হাতে।


তবু সে রাত কে না চায়,
কে না চায় সে চাঁদ হাতে?

No comments:

Post a Comment