তার কাজল চোখে বন্দী হলে সন্ধি চলে না যে
আর মনের কথা লিখব বলে কবি হলাম অকারণে
খাবি খেলাম মাছের মত রুপসাগরে
না না পারব না ত বলতে তারে
এমনি করে চলে চলুক যত কাল
আমি না থাকব এমন বলব তারার কানে কানে।
আমি মিছেই রাতের দোষ দিয়েছি, রাত তো এতো কালো নয়
সে তো খোঁপা খুলে বাঁধলো চুলে ওমনি আমি পলাশ ফুল
আর মনের কথা লিখব বলে কবি হলাম অকারণে
খাবি খেলাম মাছের মত রুপসাগরে
না না পারব না ত বলতে তারে
এমনি করে চলে চলুক যত কাল
আমি না থাকব এমন বলব তারার কানে কানে।
আমি মিছেই রাতের দোষ দিয়েছি, রাত তো এতো কালো নয়
সে তো খোঁপা খুলে বাঁধলো চুলে ওমনি আমি পলাশ ফুল
No comments:
Post a Comment