banner

Monday, 21 November 2016

বন্ধু আমার কালো

বন্ধু আমার কালো
আছে বেশ ভালো
ধরি তারে বায়না
আমার বাড়ি আয় না।
মেঘ ডাকে আকাশে
এখনো যে একা সে,
তাইতো তারে বলি
হৃদয়টা কেন খালি?
ভালো লাগে যারে
মনটা দিও তারে।

বন্ধু আমার কালো
মনটা ভীশন ভালো
একটু কেমন আনমনা
কারো পানে চায় না
জ্যোৎস্না পড়ে ঢলে
সে একলা পথ চলে
তারে ডেকে বলি
হাতটা কেন খালি?
যদি চল একসাথে
হাত রেখ এই হাতে।



No comments:

Post a Comment