বন্ধু আমার কালো
আছে বেশ ভালো
ধরি তারে বায়না
আমার বাড়ি আয় না।
মেঘ ডাকে আকাশে
এখনো যে একা সে,
তাইতো তারে বলি
হৃদয়টা কেন খালি?
ভালো লাগে যারে
মনটা দিও তারে।
বন্ধু আমার কালো
মনটা ভীশন ভালো।
একটু কেমন আনমনা
কারো পানে চায় না
জ্যোৎস্না পড়ে ঢলে
সে একলা পথ চলে
তারে ডেকে বলি
হাতটা কেন খালি?
যদি চল একসাথে
হাত রেখ এই হাতে।
হাত রেখ এই হাতে।
No comments:
Post a Comment