banner

Tuesday 9 January 2018

Die Group Verbs: Die নিয়ে যত জীবনমরন সমস্যা

Die নিয়ে যত জীবনমরন সমস্যা---
Die away - ধীরে ধীরে কমে যাওয়া এবং শেষে বিলুপ্ত হয়ে যাওয়া

Die out - ধীরে ধীরে কমে এক সময় বিলুপ্ত হয়ে যাওয়া

Die down - শান্ত হয়ে যাওয়া বা বেগ কমে যাওয়া

Die by - দুর্ঘটনায় বা হঠাৎ মরা

Die of - রোগে মরা

Die off - পশুপাখি বা গাছপালার সংখ্যা ধীরে ধীরে কমে যাওয়া

Die for - দেশের জন্য বা ধর্ম বিশ্বাসের জন্য মরা

Die hard - আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাওয়া বা পরিবর্তন হয়ে যাওয়া।

কম্পিউটারের Function Key গুলোর গুরুত্বপূর্ণ কিছু কাজ

কম্পিউটারের Function Key গুলোর গুরুত্বপূর্ণ কিছু কাজঃ

F1 - কম্পিউটারে F1 key ব্যাপকভাবে ব্যবহার করা হয় সাহায্যের জন্য। যে কোন প্রগ্রামের ক্ষেত্রেই সাধারণত F1 দিয়ে Help চাওয়া যায়।

Microsoft Word এর ক্ষেত্রে Shift+F1 চাপলে Format এর অপশন আসে। তাই Shift+f1 দিয়ে Formatting এর কাজ করতে পারেন।

F2 -  এই key দিয়ে বিভিন্ন ফাইল, ফোল্ডার বা আইকনের Rename করা যায়।

MS Word এর ক্ষেত্রে Ctrl + F2 চাপলে Print Preview দেখা যায়। আবার, Alt+Ctrl+F2 চাপলে Document Library ওপেন হয় যেখান থেকে আপনি কোন সেভ করা ফাইন ওপেন করতে পারেন।

এছাড়াও Boot করার সময় F2 key আপনার কম্পিউটারের BIOS setup এ নিয়ে যায়।

F3- এই key অনেক ব্রাউজার যেমন Google Chrome এবং Firefox এ Search Function চালু করে দেয়। অর্থাৎ ব্রাউজারে কিছু সার্চ করার জন্য F3 অথবা Shift+ F3 চাপলে সার্চ করার অপশন চলে আসে।

MS Word এর ক্ষেত্রে Shift+F3 চেপে Upper case থেকে Lower Case আবার উল্টাটাও করা যায়। মনে করুণ কিছু একটা লিখেছেন lower case এ, এরপর Shift+F3 চাপলে UPPER CASE হয়ে যাবে। এভাবে সিলেক্ট করে Case change করা যাবে ইচ্ছামত।

F4 - এই Key টা সাধারণত কোন Application বন্ধ বা close করার জন্য ব্যবহৃত হয়।

Alt+F4 চাপলে কোন প্রোগ্রাম চালু করা থাকলে সেটা বন্ধ হয়ে যায়। মনে করুণ আপনি KM Player e গান শুনছেন এমন অবস্থায় আপনি যদি Alt+F4 চাপেন তাহলে প্লেয়ার বন্ধ হয়ে যাবে একদমই।
কিন্তু Ctrl+F4 চাপলে কোন প্রোগ্রামের শুধু একটা অংশ বন্ধ হয়ে যায়। যেমন, ব্রাউজার থেকে শুধু একটা Tab বন্ধ করার জন্য Ctrl+F4 চাপলেই যথেষ্ট।

F5 - এই Key বেশি ব্যবহৃত হয় Refresh করার জন্য।

MS Word এর ক্ষেত্রে F5 চেপে Open, Find এবং Replace এর অপশন আনা যায়।

PowerPoint  এ F5 চেপে Slideshow চালু করা যায়।

F6 - এই key চাপলে ব্রাউজারের Address bar এ চলে যাওয়া যায়। এরপর সেখানে কোন address লিখে সেখানে প্রবেশ করা যায়, বা কোন কিছু সার্চ করা যায়।

F7 - এই key চেপে MS Word এ Grammar এবং Spelling চেক করা যায়।

আবার Shift+F7 চেপে কোন word এর synonyms, antonyms এবং অর্থ জানা যায়।

 F8 - চেপে Windows PC কে Safe Mood এ ওপেন করা যায়।

F10 - চেপে কোন application এর Menu bar ওপেন করা যায়।

Shift+F10 আসলে মাউসের Right button এর বিকল্প। Shift+F10 চেপে রাইট বাটনের কাজ করা যায়।


F11 - key চেপে Full - Screen Mood চালু করা যায় আবার বন্ধ করা যায়।

F12- key চেপে MS Word এ Save As window ওপেন করা যায়। আবার, Ctrl+F12 চেপে যে কোন Document ওপেন করা যায়।

সাধারণভাবে F12 চেপে ব্রাউজারের Inspect Element ওপেন করা যায়।

আবার, অভ্র চালু থাকলে ভাষা পরিবর্তন করার জন্য F12 চাপতে হয়।