banner

Sunday 3 May 2015

আমি কেবল আমি, আমিই আমার ব্র্যান্ড

আমি পৃথিবীর মানুষদের প্রতি বেশ কৃতজ্ঞ। তারাই এই শক্তিশালি সভ্যতা নির্মাণ করেছে এবং সমাজ ব্যবস্থাকে শৃঙ্খলিত করে রেখেছে। জন্মের পর থেকেই তারা আমাকে পৃথিবীতে টিকে থাকার নিয়ম-কানুন শেখানোর দায়িত্ব নিয়েছে। তবে সত্যিকার অর্থে পৃথিবীতে টিকে থাকা বা বেঁচে থাকার নিয়ম-কানুন শেখার ব্যাপারে আমি সব সময়ই উদাসীন। অবাক হয়েছি যখন মানুষেরা আমার ভুল ধরতে শুরু করেছে, আমার যোগ্যতা (ability) মাপার ব্যবস্থা করেছে, আমার ভাল-মন্দ অনেক গুনাগুণ আরোপ করেছে। হ্যা, পৃথিবীতে পদে পদে আমাকে যোগ্যতার পরীক্ষা দিতে হয়েছে। মানুষেরা এত সুন্দর করেই না পরিমাপ করে দেখিয়েছে আমি কত অযোগ্য! তারা আমার অভাব এবং ভুলগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। না, আমি তাদের প্রতি অকৃতজ্ঞ নই। তবু, অবাক হয়েছি কিছু অতিরিক্ত মহৎ লোকদের দেখে, যারা আমার শারীরিক অক্ষমতা, সৌন্দর্যহীনতা, বা বুদ্ধিমত্তার অভাব দেখে আফসোস করেছে, করুণার চোখে তাকিয়েছে, আমাকে বুঝানোর চেষ্টা করেছে আমি কতই না হতভাগ্য।

একটি চরম দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি তাদের সব কথা মেনে নিয়েছিলাম। আর সেজন্যই আমি নিজেকে মেনে নিতে পারি নি। আমি আফসোস করেছি, আমি কেন এমন হলাম? আমাকে এইরকম হতে হবে বা ওইরকম হওয়া উচিৎ ছিল। চেষ্টাও করেছি অনেক অন্যদের মত হতে। সভ্যতার প্রতিযোগিতায় টিকে থাকার চেষ্টা তো করতেই হবে। ব্যক্তিত্ববান, স্মার্ট বা যোগ্য হওয়ার চেষ্টাও অনেক হয়েছে।

না, এই অনুকরণের প্রতিযোগিতায় আমি ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়েছি। পৃথিবীর এই নিয়ম-কানুন প্রতিযোগিতা ঝেড়ে ফেলে আমি আরো বেশি উদাসীন হয়ে যেতে চাই। আমি তো কারখানার ছাঁচে তৈরি পন্য নই যে আমিও অন্যদের মত হতে বাধ্য। এই সংক্ষিপ্ত পৃথিবী ভ্রমণটা কেবলমাত্র আমার জন্য উপহার। মাতৃগর্ভ থেকে আমি একা এসেছি, যাওয়ার সময়ও একাই যাব। আমি তাই ইউনিক, পৃথিবীর কারো সাথে মিল থাকাটা তাই ভিত্তিহীন।

এখন আর কোনকিছু নিয়ে কোন আফসোস নেই। কোন ব্যর্থতা, দুর্বলতা, অক্ষমতা বলেও আসলে কিছুই নেই। সত্যিকার অর্থে জীবনের কোন পরীক্ষার কোন ফল নিয়েও আমার কোন আফসোস নেই। আমার যোগ্যতা-অযোগ্যতা পরিমাপের যোগ্যতাও কারো হাতে নেই। অন্য কোন মানুষের মতও হতে চাই না। আমি সারা জীবন ধরে কেবল আমিই হতে চাই; আমি কেবল আমিই হব। আমিই আমার ব্র্যান্ড। আমি যেটা করি সেটাই নিয়ম, আমার যা অর্জন সেটাই সাফল্য, আমি যা তাই ব্যক্তিত্ব (personality), আমি যেভাবে চলি সেটাই স্মার্টনেস।